• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে প্রকাশ্যে চলছে মাদক বিক্রি, প্রশাসন নির্বিকার

  চট্টগ্রাম প্রতিনিধি

০৯ আগস্ট ২০১৯, ০৯:৩৭
মাদক
মাদকদ্রব্য (ছবি :সংগৃহীত)

চট্টগ্রামে প্রকাশ্যে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ নানা প্রকার মাদক বিক্রি চললেও প্রশাসনের কোনো নজরদারি কিংবা ব্যবস্থা চোখে পড়েনি নগরবাসীর। খোদ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীতে জেলা পরিষদের কোল ঘেঁষে দিনের বেলায় ফুটপাতে চলে এ গাঁজা বিক্রির আসর।

সরেজমিনে দেখা গেছে, নগরীর জেলা পরিষদের পাশ ঘেঁষে উত্তরে লালদীঘি দিকে যেতে ফুটপাতে পান-সিগারেট বিক্রি, ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসা ও ভিক্ষাবৃত্তির আড়ালে চলছে গাঁজা ও হেরোইন বিক্রির রমরমা বাণিজ্য। দেখে বোঝার উপায় নেই এখানে এ অবৈধ ব্যবসার বাজার গড়ে উঠেছে। তবে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীতে কোতোয়ালী থানার কয়েক গজ দূরে। জেলা পরিষদ কার্যালয়ের সামনে দিনে দুপুরে এ গাঁজা ও হেরোইন বিক্রি কীভাবে চলছে দিনের পর দিন তা প্রশ্নের জন্ম দিয়েছে সচেতন মহলে।

অনুসন্ধানে ওঠে এসেছে, পান সিগারেট ও নানাবিধ পণ্য বিক্রির পসরা সাজিয়ে একদল নারী-পুরুষ, বয়ষ্ক ভিক্ষুক সামনে বাচ্চা নিয়ে বসে আছে ফুটপাতে। অন্তরালে তাদের কাছে মিলবে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ নানা রকমের মাদক। খুব সুকৌশলে তারা এ ব্যবসা চালিয়ে আসছে দিনের পর দিন। পথচারী কিংবা কারও অনুসন্ধানী চোখ গেলেই তারা মুহূর্তে সতর্ক হয়ে যান। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বিভিন্ন আকার ইঙ্গিতে লেনদেন হচ্ছে এ জীবন নাশকারী মাদকের।

প্রশাসনের নাকের ডগায় দিনের বেলা মাদক বিক্রির বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মহসিন বলেন, এ ধরনের অভিযোগ পাইনি তবে এখন সাংবাদিক ভাইদের মাধ্যমে জানলাম। এসব মাদক নিয়ন্ত্রণে পুলিশ সব সময় তৎপর রয়েছে। শীঘ্রই এ অভিযান পরিচালনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, এর আগেও আমরা বেশ কয়েকবার এখানে অভিযান চালিয়েছি। কিছুদিন বন্ধ থাকার পর তারা আবারও এ কর্মে লিপ্ত হয়। আমরা এখানে সমূলে উৎপাটনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেব অচিরেই।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড