• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  ঝিনাইদহ প্রতিনিধি

০৬ আগস্ট ২০১৯, ১১:২৭
ঝিনাইদহ
জেলা প্রশাসকসহ অন্যরা আবর্জনা পরিস্কার করছে

‘ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই’ শ্লোগান নিয়ে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পায়রা চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিভিন্ন দলে বিভক্ত হয়ে সকলে ডেঙ্গু মশা প্রতিরোধে ময়লা-আবর্জনা, ড্রেন পরিষ্কারে অংশ গ্রহণ করেন। পাশাপাশি সকলকে নিজ নিজ প্রতিষ্ঠান এবং বাড়ির আঙিনা পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়া হয়।

পরিচ্ছন্নতায় অংশ নিয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। সকলের দলে দলে বিভক্ত হয়ে কাজ করছে। বিশেষত আমরা মানুষের বিপুল সাড়া পেয়েছি।

পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। বাসা-বাড়ির আঙিনায় ময়লা জমে, ফুলের টব, কমোড সহ নানা স্থানে এডিস মশার বংশ বিস্তার হয়। এগুলো পরিষ্কার থাকলে অনেকাংশেই বংশ বৃদ্ধি রোধ করা যায়। তাই সকলকে এ ব্যাপারে বেশী বেশী সচেতন থাকতে হবে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড