• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

০৫ আগস্ট ২০১৯, ১৬:২৩
চাল বিতরণ
ভিজিএফের চাল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকালে উপজেলার আকচা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের এ চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

ভিজিএফের এ চাল বিতরণ অনুষ্ঠানে ঈদুল আজহা উপলক্ষে আকচা ইউনিয়নের হতদরিদ্র এক হাজার ৫৫৮ জনের মধ্যে ১৫ কেজি করে ২৩ হাজার ৩৭০ কেজি চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়েছিল। এরপর ওই তালিকা অনুযায়ী হতদরিদ্র মানুষদের মধ্যে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়ার মাধ্যমে চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এ সময় আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হরি প্রসাদ বর্মণ, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কুলুরাম বর্মণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড