• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সারিয়াকান্দিতে বন্যার্তদের মধ্যে গাকের ত্রাণ বিতরণ

  বগুড়া প্রতিনিধি

০৪ আগস্ট ২০১৯, ২০:৩৩
ত্রাণ বিতরণ
গাকের উদ্যোগে ত্রাণ বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

বগুড়ার সারিয়াকান্দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ আগস্ট) বিকালে উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান।

এ সময় সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সরকারি সারিয়াকান্দি আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলম লতা, প্রকল্প বাস্তবায়ন অফিসার সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন। গাকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এমপি আব্দুল মান্নান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে কোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষম। ইতোপূর্বে সকল প্রাকৃতিক দুর্যোগ সফল ভাবে মোকাবিলা করেছে সরকার। দুর্যোগ পরবর্তী পুনর্বাসন সকল প্রস্তুতি রয়েছে। সরকার পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সামাজিক দায়বদ্ধতা থেকে গাক এগিয়ে এসেছে। সরকারের পাশাপাশি অন্যান্য সংগঠন এভাবে এগিয়ে আসলে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড