• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যাপের খবরে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

  পাবনা প্রতিনিধি

০৪ আগস্ট ২০১৯, ২০:৩৪
বাল্যবিয়ে
ছবি- প্রতীকী

বাল্যবিয়ে প্রতিরোধ অ্যাপে খবর পেয়ে মীম খাতুন (১৬) নামে এক কলেজছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।

রবিবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

মীম ওই গ্রামের এম এ মান্নানের মেয়ে ও চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, রবিবার অনানুষ্ঠানিকভাবে কলেজছাত্রী মীম খাতুনের বিয়ে ঠিক করেন তার পরিবার। এরপর বাল্যবিয়ে প্রতিরোধ অ্যাপের মাধ্যমে বিয়ের বিষয়টি জানতে পারেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার। পরে মীমের বাল্যবিয়ে বন্ধ করতে উপজেলা সমজসেবা কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ পালকে ওই বাড়িতে পাঠান ইউএনও। তারা মেয়ের বাড়িতে গিয়ে পরিবারকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন এবং বিয়ে বন্ধ করে দেন তারা।

সম্প্রতি বাল্যবিয়ে রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে বাল্যবিয়ে প্রতিরোধী অ্যাপ চালু করা হয়। যা গুগল প্লে স্টোরে রয়েছে এবং সবার জন্য উন্নুক্ত।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড