• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে, হাসপাতালে ভর্তি ১৯

  গোপালগঞ্জ প্রতিনিধি

০৪ আগস্ট ২০১৯, ১৬:৪৯
ডেঙ্গু রোগী
ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি ( ছবি : দৈনিক অধিকার )

গোপালগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। রবিবার (৪ আগস্ট) দুপুর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাড়িয়েছে। এর আগে শনিবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩২ জন। এর মধ্যে ১৯ জন গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ১৭ জন। বাকি ২ জন বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, ডেঙ্গুর বংশ বৃদ্ধি ধ্বংস করতে জেলার সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তাঁর নির্দেশে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, আদালত, ইউনিয়ন পরিষদ ভবন চত্বরসহ গ্রামের হাট-বাজার এলাকা ও বসতবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।

গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক জানান, প্রতিদিন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী আসছেন। এখানে এ পর্যন্ত ২৯ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন বর্তমানে ভর্তি আছেন আর বাকি ১২ জন চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।

জেলা সিভিল সার্জন ডাক্তার তরুন মন্ডল জানান, জেলার সকল হাসপাতালের ডাক্তার ও নার্সদের ডেঙ্গু রোগীর চিকিৎসা নিশ্চিতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড