• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদারীপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

  মাদারীপুর প্রতিনিধি

০৩ আগস্ট ২০১৯, ১২:২৩
মৃত্যু
ছবি : প্রতীকী

মাদারীপুরে কালকিনি উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নাদিরা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে মাদারীপুরে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

শনিবার (৩ জুলাই) ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পথে তিনি মারা যান। নিহত নাদিয়া উপজেলার পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের আলমগীর মোড়লের স্ত্রী।

ডেঙ্গুজ্বর নিয়ে নাদিয়া গত তিনদিন আগে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। শনিবার ভোরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

কালকিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রেজাউল করিম গৃহবধূ নাদিরা বেগম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত সোমবার ডেঙ্গুজ্বরে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামাড়া গ্রামের বারেক বেপারীর বড় ছেলে জুলহাস বেপারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে কালকিনি হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খাদিজা ও বিথী আক্তারসহ চারজন ভর্তি রয়েছেন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড