• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩২ মণ ওজনের কালোবাবুর দাম ১০ লাখ টাকা

  বরগুনা প্রতিনিধি

০৩ আগস্ট ২০১৯, ১০:২০
কালো বাবু
আমতলীর ৩২ মণ ওজনের কালো বাবু ( ছবি : দৈনিক অধিকার)

আর মাত্র কয়েকদিন পরেই ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। এই ঈদে মানুষের মূল আকর্ষণ হচ্ছে কুরবানির গরু। সাধ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে লোকজন পছন্দের পশু ক্রয় করে কুরবানি দিয়ে থাকেন। তাই ঈদুল আজাহাকে সামনে রেখে বরগুনার আমতলীতে গরুর হাটে কুরবানির পশু বেচাকেনা বেশ জমে উঠেছে।

এবার এই বাজারের সবচেয়ে বড় গরুটি এনেছেন উপজেলার কুকুয়া ইউনিয়নের মো. সিদ্দিক মোল্লা। আদর করে ৩২ মণ ওজনের এই ষাঁড় গরুটির নাম রেখেছেন কালো বাবু। গরুটির দাম উঠেছে ১০ লাখ টাকা। কালো বাবুর বয়স তিন বছর। সাড়ে আট ফুট লম্বা, উচ্চতা সাত ফুট।

ঈদুল আজহা উপলক্ষে দেশীয় পদ্ধতিতে লালন পালন করছেন কালো বাবুকে। এই বিশাল আকৃতির গরুটি দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছে বাজারে ও খামারির বাড়িতে।

কালোবাবুর চিকিৎসক আমতলী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আতিকুর রহমান জানালেন, কালো বাবুর আট ফুট সাত ইঞ্চি লম্বা, উচ্চতা সাত ফুট, গলার বেড় চার ফুট ১০ ইঞ্চি। যার ওজন ৩০ জুলাই পর্যন্ত ১ হাজার ২০৮ কেজি ৩২ দশমিক ২০ মণ।

গরুর মালিক মো. সিদ্দিক মোল্লা বলেন, এই গরুটি কালো বলে গরুটির নাম রাখা হয়েছে কালো বাবু। প্রতিদিন কাঁচা ঘাস, গমের ভূসি, শুকনা খড়, ভুট্টা, ধান ও গম ভাঙা, ছোলার পাশাপাশি চিড়া, আখের গুড়, মালটা, কলা, খাওয়ানো হয়। কালো বাবুর খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে গরুর বেপারিরা এসে খোঁজ-খবর নিচ্ছেন। আমি গরুটির দাম চেয়েছি ১২ লাখ টাকা। আমার বিশ্বাস ভারতীয় গরু না আসলে তিনি কাঙ্ক্ষিত দামই পাব বলে আশা করছি।

ওডি/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড