• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গুরোধে বিনামূল্যে মশার কয়েল বিতরণ

  অধিকার ডেস্ক    ০২ আগস্ট ২০১৯, ১৯:৩৮

কয়েল বিতরণ
বিনামূল্যে কয়েল বিতরণকালে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম (ছবি : সংগৃহীত)

দেশজুড়ে মহামারি আকার ধারণ করা ডেঙ্গু রোগ প্রতিরোধের লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ডেঙ্গু, চিকনগুনিয়াসহ ভিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জেলার প্রেসক্লাব চত্বরে এ কয়েল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

কয়েল বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন হতে হবে। এছাড়া প্রত্যেককে বাসঘরসহ পার্শ্ববর্তী এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিন।

বিনামূল্যে কয়েল বিতরণকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, জেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীট তত্ত্বের অধ্যাপক কবিরুল বাশারের সার্বিক তত্ত্বাবধানে মানিকগঞ্জ জেলায় ডেঙ্গু রোগসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিনামূল্যে নয় হাজার প্যাকেট মশার কয়েল বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড