• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু মোকাবিলায় নাটোরে ২ দিনব্যাপী রক্ত পরীক্ষা শুরু

  নাটোর প্রতিনিধি

০২ আগস্ট ২০১৯, ১৪:৫৯
রক্ত পরীক্ষা
রক্ত পরীক্ষা কার্যক্রম ( ছবি : দৈনিক অধিকার )

ডেঙ্গুর প্রভাব মোকাবিলায় নাটোরে শুরু হয়েছে ২ দিনব্যাপী বিনা মূল্যে রক্ত পরীক্ষা কার্যক্রম। শুক্রবার ও শনিবার (২ ও ৩ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল।

জানা যায়, যে কোনো ব্যক্তি বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রেজিস্ট্রেশন করতে পারবে। প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়েছে বলে জানায় সংস্থাটি।

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আল মুকুল বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে। এই প্রয়োজনীয়তার চাহিদা মেটাতে খুব সহজেই মানুষ যেন রক্ত সংগ্রহ করতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, বিভিন্ন অসুস্থ ব্যক্তিদের জন্য জরুরিভাবে রক্তের প্রয়োজন হয়। অনেক সময় রোগীর স্বজনদের রক্তের জন্য ঘুরাঘুরি করতে হয়। তাই এমন হয়রানি থেকে মুক্তি দিতে আমাদের এই কার্যক্রম।

এ দিকে শুকবার সকাল থেকে নাটোর সদর হাসপাতালে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। তবে বর্তমানে এখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারী-শিশুসহ ৬ জন ভর্তি আছেন।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড