• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুরে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ

  রংপুর

০২ আগস্ট ২০১৯, ০৮:৩৮
হাসাপাতাল
রংপুর মেডিকেল কলেজ হাসাপাতাল (ছবি : সংগৃহীত)

রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে গত ১৩ দিনে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সাতজন রংপুর বিভাগের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন। বাকিরা ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হয়েছেন।

রমেক পরিচালক ডা. মুলতান আহমেদ জানান, গত ১৯ জুলাই থেকে বৃহস্পতিবার (১ আগষ্ট) পর্যন্ত ৪৫ জন ডেঙ্গু রোগী হাসাপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫টি শিশু রয়েছে। হাসাপাতালটির জন্য ডেঙ্গু শনাক্তের যন্ত্রপাতি দ্রুত কেনা হবে বলে জানিয়েছেন তিনি।

এ দিকে ডেঙ্গু প্রতিরোধে রংপুর সিটি করপোরেশন নানা উদ্যোগ নিয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। তবুও আতঙ্ক কাটছে না নগরবাসীর।

সিটি মেয়রের একান্ত সহকারী সচিব কাজী জাহিদ হোসেন লুসিড দৈনিক অধিকারকে বলেন, ২৫ জুলাই থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের ওপর সর্বোচ্চ জোর দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। মেয়রসহ সকল কাউন্সিলর ও স্বাস্থ্য বিভাগসহ সকল বিভাগের সঙ্গে সভা করে সমন্বিতভাবে কার্যক্রম চলছে। নগরীতে শোভাযাত্রা, ব্যানার, ফেস্টুন সাটানো হয়েছে। ইতোমধ্যেই ৪০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। প্রতিদিন ১০টি করে মাইকে চলছে প্রচারণা। প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৬ জন করে ৩৩টি ওয়ার্ডে মোট ১৯৮ জন শ্রমিক ঝোপঝাড় ও অপরিষ্কার জায়গা পরিষ্কার করছে।

তিনি জানান, মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত যে কোনো বিষয়ে কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নগরবাসী।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক নানাবিধ পরিকল্পনা আমরা করেছি। সেসব মাঠে চলমান আছে। মানুষকে সচেতন করে ডেঙ্গুর হাত থেকে রক্ষার করার জন্য করপোরেশন অন্যান্য প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।’

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড