• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরগুনায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে আহত ৫

  বরগুনা প্রতিনিধি

০১ আগস্ট ২০১৯, ১৯:০৭
সড়ক দুর্ঘটনা
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা (ছবি : দৈনিক অধিকার)

বরগুনা শহরের পুলিশ ফাঁড়ির সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের পুলিশ ফাঁড়ির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জসিম, শাহ আলম, কামাল, সুমন ও বরগুনা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা শহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে দুইটি ভাড়ায়চালিত মোটরসাইকেল বড়ইতলা ফেরিঘাট থেকে বরগুনার উদ্দেশে রওনা হলে পথিমধ্যে বরগুনা শহরের পুলিশ ফাঁড়ির সামনে সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ও যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে দ্রুত বরগুনা জেলা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড