• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উল্লাপাড়ায় নৌকা ডুবিতে গরু ব্যবসায়ীদের ৭ লাখ টাকা খোয়া

  উল্লাপাড়া প্রতিনিধি, সিরাজগঞ্জ

৩১ জুলাই ২০১৯, ২০:২১
নৌকা ডুবি
করতোয়া নদীতে গরুবাহী নৌকা ডুবি ( ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার বড়হর গ্রামের পাশে করতোয়া নদীতে একটি যাত্রী ও গরুবাহী খেয়া নৌকা ডুবে গেলে আটজন আহত হন। এ সময় গরু ব্যবসায়ীর প্রায় ৭ লাখ টাকা খোয়া যায়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস, বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হক নান্নু জানান, খেয়া নৌকাটি নদীর পূর্বপাড়ে পেঁচরপাড়া ডেফলবাড়ী থেকে ৪০/৫০ জন যাত্রী ও আটটি গরু নিয়ে পশ্চিমপাড় বড়হর গরুর হাটে আসছিল। নদীতে ঢেউ থাকায় এবং নৌকাটি অতিরিক্ত বোঝাই হবার কারণে ডুবে যায়। আহত যাত্রীদের মধ্যে তিনজন গরু ব্যবসায়ী রয়েছেন।

এরা হলেন- চট্টগ্রাম পাহাড়তলী এলাকার আব্দুর রহিম, আবু সাঈদ এবং সিরাজগঞ্জের কামারখন্দ বেতৈল গ্রামের বাবলু হোসেন। এদের তিনজনের প্রায় ৭ লাখ টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আহত আট জনের মধ্যে তিনজন উল্লাপাড়া ডেফলবাড়ী গ্রামের আব্দুল মজিদ একই গ্রামের নুরুল ইসলাম ও কোবাদ শেখ এদেরকে স্থানীয় ডক্টরস ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে বড়হরে নৌকা ডুবির খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। খেয়া নৌকাটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, নৌকা ডুবিতে নিহত বা নিখোঁজের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের আপাতত ঘটনাস্থলে রাখা হয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড