• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

  দামুড়হুদা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

২৯ জুলাই ২০১৯, ১৫:৫৫
উদ্ধার
পৃথক অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মদ (ছবি : দৈনিক অধিকার)

মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধে চুয়াডাঙ্গায় দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদকবিরোধী এসব অভিযানে দুইজন মাদক কারবারিকেও আটক করা হয়।

সোমবার (২৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দিন জেলার দামুড়হুদা থানার অন্তর্গত বিভিন্ন স্থানে সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই মাদকদ্রব্যগুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাজ্জাদ সরোয়ার জানান, দামুড়হুদার মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক জুলহাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পীরপুরকুল্লা গ্রামের নরীপাড়া পাকা রাস্তা থেকে ২ জন আসামিসহ ৫ কেজি ৫শ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আটককৃদের গাঁজাসহ দামুড়হুদা থানায় সোর্পদ করার পর বিজিবির নায়েক জুলহাস বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

পৃথক অভিযানে গাঁজাসহ আটককৃতরা (ছবি : দৈনিক অধিকার)

অপরদিকে দামুড়হুদার ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ নামক স্থান থেকে ২ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

বিজিবির অপর এক অভিযানে ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী গ্রামের মালিতাপাড়া মাঠ নামক স্থান থেকে ৮০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড