• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় জনসেবায় বিশেষ অবদান রাখায় ১৯ জন সম্মানিত

  ভোলা প্রতিনিধি

২৮ জুলাই ২০১৯, ২০:১৮
জনসেবা
জনসেবায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৯ উপলক্ষে জনসেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ জনকে সম্মাননা প্রদান করেছে ভোলা জেলা প্রশাসন।

রবিবার (২৮ জুলাই) সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে এই সম্মাননা প্রদান করেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। এ সময় ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্ত ১৯ জন হলেন- সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, স্থানীয় সরকার উপ পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো. শাফিন মাহমুদ, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনপুরা ডা. মো. মাহমুদুর রশিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বোরহানউদ্দিন আব্দুস সত্তার বেগ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা চরফ্যাশন মারুফ হোসেন মিনার, অফিসার ইনচার্জ (ওসি) লালমোহন মীর খাইরুল কবির, সদর উপজেলা সমাজসেবা অফিসার ইসমত আরা খানম, সহকারী কমিশনার (ভূমি) ভোলা সদর মো. কাওছার হোসেন, শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে লোয়লেরেয়লের অতনু করঞ্জাই, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ইউসুফ, ধনিয়া ইউনিয়নের উদ্যোক্তা ইব্রাহিম খলিল, ভোলা জেলা প্রশাসন বিচার শাখার অফিস সহায়ক জামাল উদ্দিন।

এ সময় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক সকল সম্মাননা প্রাপ্তদের জনসেবায় বিশেষ অবদান রাখায় ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদের প্রত্যেকের সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা প্রদান করতে হবে। কেউ যেন সেবা নিতে এসে ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড