• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নীলফামারীতে ডেঙ্গুতে আক্রান্ত ২

  নীলফামারী প্রতিনিধি

২৮ জুলাই ২০১৯, ১৯:১৫
ডেঙ্গু জ্বর
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন (ছবি : দৈনিক অধিকার)

নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুই যুবক চিকিৎসাধীন রয়েছেন। নিবিড় পর্যবেক্ষণে মশারির নিচে সার্বক্ষণিক তদারকির মধ্যে চলছে তাদের চিকিৎসা। তবে আক্রান্ত রোগীরা ঢাকায় এডিস মশার কামড়ে অসুস্থ হলে তারা নীলফামারী নিজ বাড়িতে আসার পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নীলফামারী সদর উপজেলার রামনগর দোলাপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রহিম ঢাকায় মুদি দোকান করেন। ঢাকায় অসুস্থ বোধ করলে বাড়ি ফিরে গত ২৫ জুলাই হাসপাতালে ভর্তি হয়।

অপর রোগী একই উপজেলার চড়াইখোলা পশ্চিম কুচিয়ামোড় এলাকার ভূষন রায়ের ছেলে পরিতোষ রায় বলেন, চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে রবিবার (২৮ জুলাই) নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি হই।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুই রোগী চিকিৎসাধীন রয়েছে। তারা দুইজনেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তবে নীলফামারীতে এডিস মশার কোনো অস্তিত্ব নেই।

তিনি আরও বলেন, তারা ঢাকায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে নিজ বাড়ি নীলফামারীতে চিকিৎসার জন্য হাসপাতালে আসে। তাদের চিকিৎসার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু সচেতনতায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড