• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানবেতর জীবনযাপন করছে বন্যা দুর্গতরা

  চিলমারী প্রতিনিধি, কুড়িগ্রাম

২৪ জুলাই ২০১৯, ১২:১৪
আশ্রয়স্থলের সঙ্কট
আশ্রয়স্থলের সঙ্কটে মানুষ ও পশুদের একই স্থানে বসবাস (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামের চিলমারীর বানভাসিদের দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় পাত্রখাতা এলাকায় পানি প্রবাহের স্লুইচ গেটটি অকার্যকর হওয়ায় টানা ছয়দিনের মতো পানিতে তলিয়ে আছে। এতে লক্ষাধিক মানুষের দুর্ভোগ মাত্রা দ্বিগুণ হারে বেড়েছে।

বাঁধ, সড়ক, নৌকায় ও উঁচু স্থানসহ সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষগুলো খাবার, সুপেয় পানি ও শৌচাগার সঙ্কটে মানবেতর জীবন যাপন করছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গৃহপালিত পশু নিয়ে।

চিলমারী সরকারি কলেজের সহঅধ্যাপক রুকুনুজ্জামান শাহিন বলেন, হঠাৎ করে বাড়ি-ঘরে পানি বৃদ্ধি পাওয়ায় বাথরুমের ময়লায় চারিদিকে ছড়িয়ে পড়েছে। এতে ঘরে উঁচু স্থান ঘর বানিয়ে থাকার পরিবেশও নেই। একই সমস্যায় ভুগছে সকলে। তিনি আরও জানান, দুর্যোগকালীন মানুষেরা শৌচাগার সমস্যায় পড়েছে বেশি। পর্যাপ্ত শৌচাগার না থাকায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ দিকে ত্রাণ সহায়তা বিতরণে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন অনেক বানভাসি পরিবার। তারা দাবি করছেন, যারা ত্রাণ পাচ্ছে তারা ঘুরে ফিরে সবখানেই পাচ্ছে। ত্রাণ সহায়তা বিতরণেও স্থানীয় রাজনীতি কাজ করছে বলেও জানান তারা।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, এ সমস্যা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড