• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ত্রুটিপূর্ণ রেলপথ ও সেতুগুলো দ্রুত মেরামত করা হবে : পূর্বাঞ্চলীয় জিএম

  কুলাউড়া প্রতিনিধি,মৌলভীবাজার

২৩ জুলাই ২০১৯, ১১:০২
রেলওয়ে
রেলওয়ের পূর্বাঞ্চলীয় জিএম মো. নাসির উদ্দিন ( ছবি : দৈনিক অধিকার)

রেলওয়ের পূর্বাঞ্চলীয় জিএম মো. নাসির উদ্দিন বলেছেন, আমি রেলওয়ে পূর্বাঞ্চলীয় নতুন দায়িত্ব পাওয়ার পর সিলেট-আখাউড়ার রেলপথ পরিদর্শনে এসেছি। যেসব স্থানের রেলপথ ও সেতুতে ত্রুটি রয়েছে সেগুলো দ্রুত মেরামত করা হবে।

তিনি সোমবার ঢাকা থেকে কুলাউড়া পৌঁছে বিকাল ৪টার দিকে কুলাউড়া স্টেশন সংলগ্ন গত ১৯ ও ২০ জুলাই জয়ন্তিকা ও কালনী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাস্থল এবং বরমচাল রেল সেতু সরেজমিনে পরিদর্শন করেন।

পরির্শনকালে মো. নাসির উদ্দিন বলেন, সিলেট-আখাউড়া রেলপথ নতুন করে ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্প ইতোমধ্যে পাস করা হয়েছে। এছাড়া তিনি আগামী ছয় মাসের মধ্যে এ রুটের সবকটি আন্তঃনগর ট্রেনে বিদেশ থেকে আমদানিকৃত নতুন বগি সংযোজন করা হবে বলে আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলীয় চিফ ইঞ্জিনিয়ার মো. সুব্রত গীনিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড