• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুলে একে একে ২১ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 

  সারাদেশ ডেস্ক

২২ জুলাই ২০১৯, ২০:৩৫
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা
অসুস্থ হয়ে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি ( ছবি : সংগৃহীত )

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অন্তত ২১ ছাত্রী অসুস্থ হওয়ার পর তাদের স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২২ জুলাই) বিকালে ওই বিদ্যালয়ের ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ৬ষ্ঠ ঘণ্টার ক্লাস চলাকালীন প্রথমে ৮ম শ্রেণির ৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ সময় অন্যান্য ছাত্রীরা এগিয়ে এসে তাদের মাথায় পানি দেয়ার সময় আরও অন্তত ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনা জেনে অসুস্থ ছাত্রীদের দেখতে আসার পর ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির আরও অন্তত ৬ জন ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এতে আমরা হতবিহবল হয়ে পড়ি। পরে তাদের ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, গণমনস্তাত্ত্বিক রোগ থেকে এমন ঘটনা ঘটতে পারে। এটা এক ধরনের মানসিক রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড