• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানে সন্ত্রাসীর গুলিতে আ. লীগ নেতা নিহত

  বান্দরবান প্র‌তি‌নি‌ধি

২২ জুলাই ২০১৯, ১৬:১৬
নিহত
নিহত আওয়ামী লীগের সভাপতি মং প্রু থোয়াই মারমা (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং প্রু থোয়াই মারমাকে ‌(৫৫) গু‌লি ক‌রে হত্যা করে‌ছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে রোয়াংছ‌ড়ি আওয়ামী লীগের মিটিং শেষ ক‌রে মোটরসাইকেল যোগে ফেরার পথে রোয়াংছড়ি-বান্দরবান সড়কের লেরাগাঁও রাস্তার মাথার কাছে ভাঙ্গামুরার টেক সামুখ ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়া জানান, সোমবার দুপু‌রে রোয়াংছড়ি-বান্দরবান সড়কের লেরাগাঁও রাস্তার মাথার একটু পরে ভাঙ্গামুরার টেক এলাকায় নামক এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জেলা আ. লীগের সহসভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ব‌লেন, কারা গুলি করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে রোয়াংছড়ি আ. লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন জনসংহতি সমিতির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, রোয়াংছড়ি-বান্দরবান সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা তারাই ইউনিয়ন আ. লীগের সভাপতি মং প্রু থোয়াই মারমা‌কে গুলি ক‌রে পা‌লি‌য়ে যায়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতা‌লে নেওয়া হ‌লে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, বান্দরবানে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ পর্যন্ত রাজবিলা, কুহালং রোয়াংছড়িসহ বেশ কয়েকটি এলাকায় উভয় সংগঠনের সাত নেতাকর্মী নিহত হয়েছে।

সর্বশেষ সোমবার (২২ জুলাই) বান্দরবান রোয়াংছড়ি সড়কের লেরাগাঁও রাস্তার মাথার একটু পরে ভাঙ্গামুরার টেক এলাকায় নামক এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পর পুনরায় বান্দরবানে আতঙ্ক বিরাজ করছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড