• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামের লালদিয়ার চরে বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

  চট্টগ্রাম প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ১৫:১৬
উচ্ছেদ
চট্টগ্রামের পতেঙ্গাস্থ লালদিয়ার চরে উচ্ছেদ অভিযান ( ছবি : দৈনিক অধিকার)

দীর্ঘদিন ধরে চট্টগ্রামের পতেঙ্গাস্থ লালদিয়ার চর এলাকায় অবৈধ দখলে থাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রায় ১৫ একর জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

সোমবার (২২ জুলাই) সকাল ১১টায় বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

তিনি জানান, শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চলছে। ৬০ জন পুলিশ, ৩০ জন আনসার ও ৬০ জন শ্রমিক ও পর্যাপ্ত উচ্ছেদ সামগ্রী হাতে রয়েছে বলে তিনি জানান।

এদিকে লালদিয়ার চরে যেকোনো মূল্যে উচ্ছেদ ঠেকাতে গঠিত উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতাদের সেখানে কোনো প্রকার বাধা দিতে দেখা যায়নি।

প্রতিরোধ কমিটির সভাপতি আলমগীর বলেন, যেহেতু কোর্ট অর্ডার আছে সেহেতু আমাদের আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করার নেই।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার হওয়া জায়াগায় আমদানি-রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ের জন্য টার্মিনাল নির্মাণ করা হবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড