• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে দীর্ঘ যানজট, যাত্রী ভোগান্তি চরমে

  মাদারীপুর প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ১২:৪০
যানজট
শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে তীব্র যানজট ( ছবি : দৈনিক অধিকার)

পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে তীব্র ঘূর্ণিস্রোত অব্যাহত রয়েছে। ফলে গত আট দিন ধরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই পয়েন্টে পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। এতে মাত্র চার/পাঁচটি ফেরি কোনোমতে চলাচল করছে।

সরেজমিনে দেখা গেছে, ফেরি সংকটের কারণে এই রুট দিয়ে দক্ষিণাঞ্চলের বাস পারাপর এক প্রকার বন্ধ রয়েছে। চলছে শুধু কাটা সার্ভিস। এতে উভয় ঘাটে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ট্রাকের সারি টার্মিনাল, ঘাটের সড়কের পর পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের এক কিলোমিটার জুড়ে যানজট রয়েছে। ফলে যাত্রীরা ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া পারের অপেক্ষায় দীর্ঘক্ষণ ঘাট পড়ে থাকা ট্রাকের পেঁয়াজসহ কাঁচামালে পচন ধরছে। ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

বিআইডবিøউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, পদ্মা নদী অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের সোববার সকালে স্রোতের গতি আরো বেড়েছে। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। মূল নদী থেকে লৌহজং টার্নিং এর প্রবেশ মুখে সৃষ্টি হয়েছে ভয়াবহ ঘূর্ণিবাঁক।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আব্দুস সালাম বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। মাত্র চার/পাঁচটি ফেরি চলাচল করছে। বেশিরভাগ ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন আটকে পড়েছে। যে কয়টি ফেরি চলাচল করছে আমরা সেগুলোতে যাত্রীবাহী পরিবহন ও কাঁচা মালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড