• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুলে গেল পুলিশ, ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

  পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোণা

২১ জুলাই ২০১৯, ২২:৩৫
পুলিশ
বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছে পুলিশ (ছবি- দৈনিক অধিকার)

নেত্রকোণার পূর্বধলায় বিভিন্ন স্কুলে গিয়ে ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ।

রবিবার (২১ জুলাই) পূর্বধলা থানা পুলিশ প্রশাসনের পক্ষ উপজেলার বিভিন্ন স্কুল কলেজে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী এ নির্দেশনা প্রদান করেন।

পুলিশ জানায়, পদ্মা সেতুর সঙ্গে শিশুর মাথা লাগার বিষয়টি বানোয়াট, মিথ্যা ও গুজব। অপরিচিত সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে খবর দিতে হবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অনেক পাগল, ভবঘুরে, ও বোবা লোক আছে। তাদেরকে ছেলেধরা মনে করে আতঙ্কিত করবেন না।

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ও আহত হওয়া নিয়ে পূর্বধলা থানা অফিসার ইনচার্জ মো. তৌহিদুর রহমান জানান, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারি অপরাধ। ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো নিহতের ঘটনা ঘটেছে পুলিশ প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে তদন্তে নেমেছে। এসব ঘটনা তদন্ত করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড