• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি বাসদের

  গাইবান্ধা প্রতিনিধি

২১ জুলাই ২০১৯, ১৯:১৮
বাসদ
বাসদ গাইবান্ধা জেলা শাখার মিছিল (ছবি : দৈনিক অধিকার)

বন্যা ও নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানসহ বন্যার্ত অসহায় মানুষদের বাঁচানোর দাবিতে পর্যাপ্ত ত্রাণ, পুনর্বাসন ও জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে এবং ত্রাণ সংগ্রহে বাঁধা দানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখা।

রবিবার (২১ জুলাই) দুপুরে শহরের এক নম্বর রেলগেট এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের এক নম্বর ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা শাখার আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, সদস্য নিলুফার ইয়াসমীন শিল্পী ও মাহবুবুর রহমান খোকা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা কবলিতরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। একটি মানুষও যেন এক বেলা না খেয়ে থাকে তা নিশ্চিত ও বন্যা কবলিতদের সকল ধরনের সহযোগিতা করতে হবে সরকারকেই। বন্যা শেষে তারা কর্মহীন হয়ে পড়বে। তাই তাদের জন্য কর্মের ব্যবস্থা করতে হবে। বন্যা ও নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।

এ সময় সমাবেশে গাইবান্ধাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান বক্তারা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড