• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে সবজির চড়া দামে দিশেহারা নিন্ম আয়ের ক্রেতারা

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

২১ জুলাই ২০১৯, ১৭:০৮
সবজি বিক্রেতা
সবজি বিক্রি করছেন বিক্রেতা (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গত ৬ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত টানা নয় দিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে দক্ষিণ চট্টগ্রামের সবজি ভান্ডারখ্যাত শঙ্খচর বিরানভূমিতে পরিণত হয়েছে। বাজারে নতুন সবজি আসতে কমপক্ষে আরও তিনমাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন শঙ্খচরের সবজি চাষিরা। বন্যা পরবর্তী সময়ে সবজির বাজারে প্রতিটি সবজির দাম দিনদিন বেড়েই চলছে।

রবিবার (২১ জুলাই) সরেজমিন পরিদর্শনে দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি কাঁচা বাজার দোহাজারী রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজারে গিয়ে দেখা যায়, বন্যা পূর্ববর্তী সময়ের মতো বাজারে চাষিদের তেমন কোলাহল নেই। একেকজন চাষি একেক পদের সবজি নিয়ে বাজারে আসা মাত্রই পাইকারেরা দলবেঁধে তাকে ঘিরে ধরছেন সবজি কেনার জন্য।

চট্টগ্রাম থেকে আসা জসিম নামে এক পাইকারি ক্রেতা জানালেন, শঙ্খচর ডুবে গিয়ে চাষিদের সবজি ক্ষেতেই নষ্ট হয়ে গেছে। পরিমাণে কম হলেও এখন যে সবজিগুলো আসছে, সেগুলো উঁচু পাহাড়ি এলাকা থেকে আসছে।

মানভেদে প্রতি কেজি বরবটি ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৫০-৫৫ টাকা, তিতা করলা ৪৫-৫০ টাকা, করলা ৫৫-৬০ টাকা, কচুর লতি ৫০-৫৫ টাকা, বেগুন ৪৫-৫০ টাকা, ঝিঙ্গা ৬০-৬৫ টাকা, চিচিঙ্গা ৪০-৪৫ টাকা, শসা ৩০-৩৫ টাকা দরে ক্রয় করছেন তারা।

এদিকে দোহাজারী পৌরসভা সদরের কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, কেজি প্রতি তিতা করলা ৭০ টাকা, ঢেঁড়স ৬৫ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙ্গা ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, করলা ৮০ টাকা, পটল ৫০ টাকা, লাউ ৫০ টাকা, মিষ্টি কুমড়া (পাকা) ৩০ টাকা, মিষ্টি কুমড়া (কাঁচা) ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুর মুখী ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, কাঁচা মরিচ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা। প্রতি ডজন ডিম খুচরা বিক্রি হচ্ছে ১২০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, টানা নয় দিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে শঙ্খচরের সবজি ক্ষেতগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় চাহিদা মতো পণ্য সরবরাহ নেই। ফলে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আগামী ২-৩ মাস পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। বর্তমানে পরিমাণে কম হলেও পাহাড়ি এলাকা থেকে সবজি আসছে, কিছুদিন পর এগুলোও বন্ধ হয়ে যাবে। ফলে সবজির দাম এখন যা আছে তার চাইতে আরও বাড়তে পারে।

দোহাজারী কাঁচা বাজারে সবজি কিনতে আসা কৃষি ব্যাংক দোহাজারী শাখার কেয়ারটেকার সাহাবুদ্দীন বলেন, "বন্যার প্রভাব কাঁচা বাজারে পড়েছে। একমাস আগেও দোহাজারী রেলওয়ে স্টেশন সংলগ্ন কাঁচা বাজারে শঙ্খচরের চাষিরা তাদের উৎপাদিত সবজি পানির দরে বিক্রি করতে বাধ্য হতো। বন্যা পূর্ববর্তী সময়ের তুলনায় সবজির দাম বেড়েছে দ্বিগুণ-তিনগুণ। এভাবে সবজির দাম বাড়তে থাকলে অসাধু ব্যবসায়ীরা বন্যার অজুহাতে অন্যান্য পণ্যের দামও বাড়িয়ে দিতে পারে। এ ব্যাপারে প্রশাসনের কড়া নজরদারি রাখা দরকার।"

বন্যার প্রভাব কাঁচা বাজারে পড়লেও গরু, মহিষ ও ছাগলের মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১২০ টাকা, পাকিস্তানি মুরগি ২৪০ টাকা, সোনালি মুরগি ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর বা মহিষের মাংস প্রতি কেজি হাড় ছাড়া ৬০০ টাকা, হাড়সহ ৫০০ টাকা, খাসি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড