• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বানের জলে তলিয়ে গেল কষ্টের ফসল

  কুড়িগ্রাম প্রতিনিধি

২১ জুলাই ২০১৯, ১৬:১৭
বীজতলা
পানিতে তলিয়ে যাওয়া বীজতলায় অসহায় কৃষক (ছবি- দৈনিক অধিকার)

কুড়িগ্রামে টানা ১২দিন ধরে বন্যার কবলে পরে প্লাবিত জেলার ৫৭টি ইউনিয়নের ৮৯৪টি গ্রাম। বানের জলে তলিয়ে গেছে জেলার কয়েক হাজার হেক্টর জমির ফসল।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, জেলায় প্রায় বিশ হাজার হেক্টর ফসলি জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়ে আছে। যার ফলে পাট, ভুট্টা, আউসধান ও বীজতলাসহ শাকসবজি এখন পানির নিচে।

সদর উপজেলার মকবুল নামে এক চাষী জানান, হঠাৎ করে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় করলা ও পটলক্ষেত তলিয়ে গেছে। এতে তার দুই একর জমির সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে।

পানিতে তলিয়ে গেছে করলা ও পটলক্ষেত (ছবি- দৈনিক অধিকার)

এদিকে একই অবস্থা মোগলবাসা উপজেলার সিতাইঝাড় এলাকার কৃষকদের মধ্যে। এখানে সবজি চাষ করেই স্থানীয়রা জীবিকা নির্বাহ করেন। তাদের সবার সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে।

কৃষি সম্প্রারণ বিভাগের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান জানান, চলতি বন্যায় জেলার ৩৩ হাজার ১২৭ হেক্টর ফসলি জমির মধ্যে ১৯ হাজার ৭৩৮ হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণটা বের করা যাবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড