• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভ্রাম্যমাণ আদালত অভিযান, অবৈধ কারেন্ট জাল ধ্বংস

  নরসিংদী প্রতিনিধি

২০ জুলাই ২০১৯, ২২:০৬
নরসিংদী
পুড়িয়ে কারেন্ট জাল ধ্বংস করা হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে। শনিবার (২০ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রুবানা ফেরদৌসী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে ঘোড়াশাল পৌর এলাকার ৯নম্বর ওয়ার্ডের করতেতৈল বড় বিল থেকে এসব অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রুবানা ফেরদৌসী জানান, অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে পলাশ উপজেলার অন্যান্য বিলেও অভিযান অব্যাহত থাকবে। অচিরেই উপজেলাকে সব ধরনের অবৈধ জাল মুক্ত করা হবে।

তিনি জেলেদের সকল প্রকার অবৈধ কারেন্ট জাল ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ করেন। এই অনুরোধ অমান্য করে যারা কারেন্ট জাল ব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড