• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামালপুরে পাঁচ লাখ মানুষ বন্যা কবলিত, রেল যোগাযোগ বন্ধ

  জামালপুরে প্রতিনিধি

১৯ জুলাই ২০১৯, ১১:৩১
বন্যা
জামালপুরের সাত উপজেলায় ৫৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে ( ছবি : দৈনিক অধিকার)

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলার সাত উপজেলায় ৫৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে জামালপুরে বন্যা কবলিত হয়েছে ৯০ হাজার পরিবারের পাঁচ লাখের বেশি মানুষ।

এ ছাড়া বন্যা কবলিত এলাকায় ৫৭০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি আট সেন্টিমিটার কমে শুক্রবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ১৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করা জেলার ৫৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে পুকুরের মাছ, মুরগির খামার, গরুর খাবার, বির্স্তীণ ফসলের মাঠ।

এ দিকে সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও দুরমুট, মেলান্দহ, অপর প্রান্তে বঙ্গবন্ধু সেতু র্পূব, তারাকান্দি, রেল স্টেশনে লাইনে পানি উঠায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুকনো খাবারের তীব্র অভাবের পাশাপাশি শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। কিছু এলাকায় দেখা দিয়েছে চর্মরোগ এবং শিশুদের সর্দি-জ্বর। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মেডিকেল টিমের কোনো দেখা মেলেনি, নেই কোনো বিনামূল্যে ওষুধ সরবরাহ। সরকারি সাহায্যের পাশাপাশি কেউ কেউ ব্যক্তি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুয়ের পাশে এসে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে।

ওডি/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড