• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শঙ্খ নদে বিলীন ১৮ বসতঘর 

  আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম

১৮ জুলাই ২০১৯, ২২:৩১
নদী ভাঙন
ভাঙনের কবলে বারখাইনের শাহার পাড়া (ছবি- দৈনিক অধিকার)

চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদের ভাঙনে তলিয়ে গেছে ১৮ বসতঘর। ভাঙ্গনের ঝুঁকি নিয়ে বসবাস করছে আরও ২শ পরিবার। অসহায় বারখাইন ইউনিয়নের সাহার পাড়া, পূর্ব বারখাইন ও আশপাশ এলাকার ২০ হাজার মানুষ।

সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহের টানা বৃষ্টি ও শঙ্খ নদের অস্বাভাবিক জোয়ারের পানির কারণে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ, শাহার পাড়া, মোল্লাপাড়া, পূর্ব বারখাইনসহ অধিকাংশ এলাকা পানিতে ডুবে যায়।

স্থানীয়রা জানায়, বসত ঘর হারিয়ে ক্ষতিগ্রস্থরা মানবেতর জীবণ যাপন করছে। গত ১০ বছরে নদী ভাঙ্গনের শিকার হয়ে তৈলারদ্বীপ, শাহার পাড়া জেলে পাড়া সহ ৫ শতাদিক পরিবার বসত ভিটা হারিয়েছে। নদে বিলীন হয়েছে কবরস্থান, মসজিদ ও মন্দির।

স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ জানায়, গত দুই দিনে ১৮টি ঘর নদীতে চলে গেছে। বৃষ্টি ও জোয়ারের পানির কারণে এলাকার কয়েকশ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এলাকায় মানুষের দুঃখ কষ্ট বাড়ার পাশাপাশি ব্যাপক ক্ষক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অলি আফাজ চৌধুরী জানায়, শাহার পাড়া এলাকায় ১ শত ১০ মিটার বাঁধ ও বেশ কয়েকটি বসত ঘর সম্পন্ন ভেঙে গেছে। বর্তমানে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ বসানো হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড