• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্যার পানিতে তলিয়ে গেছে গাইবান্ধা শহর

  গাইবান্ধা প্রতিনিধি

১৮ জুলাই ২০১৯, ২০:২৩
জেলা প্রশাসকের বাসভবন
বন্যার পানিতে তলিয়ে গেছে গাইবান্ধা জেলা প্রশাসকের বাসভবন (ছবি : দৈনিক অধিকার)

গাইবান্ধার ব্রহ্মপুত্র ঘাঘটসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে পৌর শহর ও আশপাশের এলাকা।

এ দিকে গাইবান্ধার ত্রিমোহনী রেল স্টেশন এলাকায় রেল পথ পানিতে ডুবে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো লালমনিরহাট-শান্তাহার রুটে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এরই মধ্যে জেলা শহরের ভি এইড রোড কালিবাড়ী পাড়া, মুন্সিপাড়া, পশু হাসপাতাল রোড ডেভিট কোম্পানি পাড়া, মাস্টারপাড়া, পূর্বপাড়া, জেলা প্রশাসকের বাস ভবনসহ শহরের অধিকাংশই পাড়ায় বন্যার পানি প্রবেশ করেছে। পৌরসভার কাচারী বাজার, নতুন বাজার, পুরাতন বাজারের অধিকাংশ এলাকায় পানি প্রবেশ করেছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

গাইবান্ধা পৌর এলাকার এসব বাজারে বন্যার পানি প্রবেশ করায় নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা-বেচায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরের মানুষ।

বন্যা কবলিত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগসমূহ। পানি বৃদ্ধির ফলে যারা আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না, তাদের অনেকেই নিজের বাসস্থান ছেড়ে অন্যত্র ভাড়া কিংবা আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গবাদি পশু ও হাস-মুরগির পালনকারীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ঘাঘট নদীর পানি বিপদসীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড