• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিস্তি পরিশোধ করেও হাজতে

  সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ

১৮ জুলাই ২০১৯, ১৯:০৬
কারাগার
ছবি : ফাইল ফটো

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাগরণী চক্র ফাউন্ডেশন নামক একটি এনজিও থেকে নেওয়া ঋণ চার মাস আগে পরিশোধ করেও মিথ্যা মামলায় আটক হয়েছেন শাহনাজ আক্তার নামে এক নারী।

আটক শাহনাজ আক্তার উপজেলার দরগ্রাম এলাকার রিকশা চালক আব্দুল গণি মিয়ার স্ত্রী।

এদিকে বিনা অপারাধে হয়রানি করায় জাগরণী চক্র ফাউন্ডেশন নামের এনজিওটি তীব্র সমালোচনার মুখে পড়েছে। ২০১৫ সালেও ওই এনজিওটি সাটুরিয়া শাখায় আট মাসের অন্তঃসত্ত্বাকেও একই কায়দায় হয়রানি করেছিল।

জানা যায়, সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার আব্দুল গণি মিয়ার স্ত্রী শাহনাজ আক্তার ২০১৭ সালের নভেম্বর মাসে স্থানীয় একটি ব্যাংকের চেকের খালি পাতা জমা দিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের দরগ্রাম শাখা থেকে ৬০ হাজার টাকা ঋণ নেন। শাহনাজ আক্তার ঋণের টাকা সাপ্তাহিক কিস্তিতে ৪০ হাজার টাকা পরিশোধও করেন। শাহনাজ আক্তার নির্ধারিত সময়ের মধ্যে ঋণের অবশিষ্ট টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। এনজিওটির তৎকালীন শাখা ব্যবস্থাপক চেক ডিজওনারের অভিযোগে শাহনাজ আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালে মানিকগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর স্বামী রিকশাচালক আব্দুল গণি মিয়া জানান, চার মাস আগে শাহনাজ আক্তার আদালত থেকে জামিনে এসে স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে নিয়ে ওই এনজিওতে গিয়ে অবশিষ্ট সম্পূর্ণ টাকা পরিশোধ করে।

সম্প্রতি ওই মামলায় আদালত শাহনাজ আক্তারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে সাটুরিয়া থানা পুলিশ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে শাহনাজ আক্তারকে গ্রেফতার করে।

গণি মিয়া আরও জানান, চার মাস আগে কিস্তির টাকা পরিশোধের পরও জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তারা অন্যায় ভাবে আমার স্ত্রীকে পুলিশ দিয়ে হয়রানি করেছে।

এ ব্যাপারে জাগরণী চক্রের দরগ্রাম শাখা ব্যবস্থাপক আজগর আলী বলেন, আমি এ শাখায় নতুন এসেছি। আমি শুনেছি শাহনাজ আক্তারের টাকা পরিশোধের পরেও তার বিরুদ্ধে মামলা চলছে।

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার বাবু বলেন, কোনো এনজিও বা আর্থিক প্রতিষ্ঠান খালি চেকের পাতার বিনিময়ে লেনদেন করতে পারবে না মর্মে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আছে।

সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, আদালত শাহনাজ আক্তারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে পুলিশ শাহনাজ আক্তারকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাটুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শিউলি আক্তার বলেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের উদাসীনতার কারণে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাসরিন পারভীন বলেন, ওই এনজিওটির কর্মকর্তাকে নোটিশ করে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ওই এনজিওটি সাটুরিয়া শাখায় আট মাসের অন্তঃসত্ত্বাকেও একই কায়দায় হয়রানি করেছিল। তখনও এনজিওটি তীব্র সমালোচনার মুখে পড়েছিল।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড