• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

  রাজশাহী প্রতিনিধি

১৮ জুলাই ২০১৯, ১৫:৪২
মৃত্যুদণ্ড
স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়নাল হক (ছবি : দৈনিক অধিকার)

পারিবারিক কলহের জেরে চার বছর আগে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামি আয়নাল হককে ফাঁসির আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

তথ্য-প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আয়নাল হক রাজশাহীর শাহমখদুম থানাধীন বায়া ভোলাবাড়ী এলাকার একরাম আলীর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ এপ্রিল পারিবারিক কলহের জেরে আয়নাল হক ওই দিন সকাল আনুমানিক ৮টার সময় রাজশাহীর শাহমখদুম থানাধীন বায়া ভোলাবাড়ী এলাকায় নিজ বাড়িতে স্ত্রী সুফিয়া খাতুন বুলবুলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ সময় আয়নালের ছোট ভাইয়ের স্ত্রী বাধা দিতে গেলে তাকেও অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে সে।

এ ঘটনায় পুলিশ আয়নালকে ওই দিনই গ্রেফতার করে পুলিশ। পরে নিহত সুফিয়া খাতুনের পিতা জয়নাল মেয়ের জামাই আয়নালকে একমাত্র আসামি করে শাহমখদুম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্ত শেষে ২০১৬ সালের ২২ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে শাহমখদুম থানা পুলিশ।

দীর্ঘ শুনানিসহ ২০ জন সাক্ষীর জবানবন্দির পর বিজ্ঞ আদালত বৃহস্পতিবার তথ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড