• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে জিপিএ–৫ দ্বিগুণ, বেড়েছে পাসের হার

  অধিকার ডেস্ক    ১৭ জুলাই ২০১৯, ১৮:৩২

বরিশালে শিক্ষাবোর্ড
বরিশাল শিক্ষাবোর্ড (ফাইল ফটো)

বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। এবার পাসের হার ৬৫ দশমিক ৯৫ শতাংশ। তবে গতবারের তুলনায় জিপিএ-৫ বেড়েছে প্রায় দ্বিগুণ।

বুধবার (১৭ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গতবছর থেকে দশমিক ১০ ভাগ বেড়ে এবার পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৬৫ তে। গত বছর যেখানে ৩১ হাজার ৮১৭ জন ছাত্র ও ৩০ হাজার ৩৫৬ জন ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২ হাজার ১৭৩ জন, সেখানে চলতি বছরে ১ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী বেড়েছে।

তিনি জানান, এ বছর গত বছরের থেকে প্রায় দ্বিগুণ জিপিএ-৫ বেড়ে এর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০১ টিতে। যেখানে গত বছর ছিল ৬৭০ টি। মোট জিপিএর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮৩৫ জন, মানবিক বিভাগে ২৮০ জন ও বানিজ্য বিভাগে পেয়েছে ৮৬টি। তুলনামূলকভাবে এ বছর গত বছরের থেকে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর ৩০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন, যা গতবছর ছিল ৭৪ জন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড