• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে বেড়েছে পাসের হার, এগিয়ে মেয়েরা

  যশোর প্রতিনিধি

১৭ জুলাই ২০১৯, ১৫:৪০
ফলাফল প্রকাশ
ফলাফল প্রকাশ করছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র (ছবি- দৈনিক অধিকার)

২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের পাসের হার ৭৫ দশমিক ৬৫। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৩১২ জন। ২০১৮ সালে পাসের হার ছিল ৬০ দশমিক ৪৯। পাসের হারের দিকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৭৬ আর ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৭৪।

বুধবার (১৭ জুলাই) দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার যশোর শিক্ষাবোর্ডের পাসের হার বৃদ্ধি পেয়েছে। জেলা পর্যায়ে যশোর শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি পাস করেছে খুলনা জেলা। পাসের হার ৮৩ দশমিক ২৩। এরপর রয়েছে বাগেরহাট, পাসের হার ৭৬ দশমিক ১১। তৃতীয় স্থানে রয়েছে সাতক্ষীরা, পাসের হার ৭৫ দশমিক ৭৮।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল ২২৪টি। মোট ৫৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৬ হাজার ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৪৯৫ জন। বোর্ডে শতভাগ পাস করেছে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান। কেউ পাস করেনি এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যশোর শিক্ষাবোর্ডে নেই। তবে অসদুপায়ের কারণে ৬০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড