• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি

বন্যার পানিতেই চলছে ক্লাস

  সাইফুল্লাহ হাসান

১৬ জুলাই ২০১৯, ২০:৩১
পানিবন্দী
পানিবন্দী অবস্থাতেই ক্লাসে যাচ্ছেন শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা বন্যার পানিতে নিমজ্জিত। জুড়ী ইউনিয়নের হাওর তীরবর্তী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে। কিন্তু পানির মধ্যেও পশ্চিম জুড়ী ইউনিয়নের নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলছে।

সরেজমিন, বিদ্যালয়ের আশপাশ যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। এর মধ্যেও শিক্ষার্থীদের আনাগোনা। অনেক ক্লাস রুমে পানি থাকলেও শিক্ষার্থীদেরও কমতি নেই। অনেকে হাঁটু পানি মাড়িয়েও স্কুলে আসছে। অনেকে আবার নৌকা চড়ে আসছে।

বন্যার পানিতে নিমজ্জিত স্কুল প্রাঙ্গণ (ছবি : দৈনিক অধিকার)

এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষার্থী লিজা বেগম জানান, ‘আমরা অনেক দূর-দূরান্ত থেকে ক্লাস করার জন্য স্কুলে আসছি। তিন চারদিন থেকে স্কুলে পানি, তারপরও আমরা ক্লাস বন্ধ করিনি।’

সহকারী শিক্ষক শিবানন্দ দাস দৈনিক অধিকারকে বলেন, ‘তিন চারদিন থেকে স্কুল প্রাঙ্গণে বন্যার পানি। কমবেশি শিক্ষার্থীরা ক্লাস করার জন্য স্কুলে আসছে। পানি বাড়ায় অনেক ক্লাস এখন পানি বন্দী। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

ওডি/এমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড