• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাতামুহুরীর গ্রাসে লামায় অস্তিত্বের লড়াই

  লামা প্রতিনিধি, বান্দারবান

১৬ জুলাই ২০১৯, ১৫:০০
লামা
লামা মাতামুহুরী নদী ও বিভিন্ন খালের তীব্র ভাঙনের মুখে বসতি (ছবি- দৈনিক অধিকার)

মাতামুহুরী নদীর অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে বান্দরবানের লামা শহর। এছাড়া উপজেলার দুই খালের ভাঙনে রুপসীপাড়া ইউনিয়ন সদর বাজার, দরদরী ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি এলাকার ঘরবাড়ি, বাজার, মসজিদ, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজসহ বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

গত কয়েক বছরে শহর ও দুই ইউনিয়নের বিভিন্ন স্থানের দুই শতাধিক ঘরবাড়ি ও কয়েকশ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানেও শত কোটি টাকার স্থাপনা ও শতশত একর ফসলি জমি নদী ভাঙনে হুমকির মুখে রয়েছে। চলতি বর্ষায় উজান থেকে নেমে আসা দু দফার পাহাড়ি ঢলের পানির স্রোতের টানে এ ভাঙন আরো চরম আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানান, এক সময় বসতঘর থেকে নদী ছিল অনেক দূর। প্রতি বছর অব্যাহত ভাঙনে নদীর তলদেশ এখন ঘরের কাছাকাছি। মনে হচ্ছে চলতি বর্ষার মধ্যেই আমাদের বসতঘরসহ নদী পাড়ের অর্ধশতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে যাবে। তাই জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ জরুরি।

শীলেরতুয়া মার্মা পাড়ার বাসিন্দা মংপ্রু মার্মা বলেন, আমাদের পাড়ায় প্রায় ১০০ পরিবারের বসতি ছিল। গত কয়েক বছরের অব্যাহত নদী ভাঙনে ১০টির বেশি ঘরবাড়িই বিলীন হয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমে বাকি পরিবারসহ একটি বৌদ্ধ মন্দির বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মাতামুহুরী নদীর তীব্র ভাঙনের সত্যতা স্বীকার করে লামা পৗরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, প্রতি বর্ষা মৌসুমেই মাতামুহুরী নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। আর বন্যার পানির স্রোতের টানে এ ভাঙন আরও তীব্র আকার ধরণ করে। তাই এ নদী ভাঙন রোধ করা না হলে, অচিরেই লামা পৌরশহর নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সাবেক বিলছড়ি, লামা বাজার ঘাট ও শীলেরতুয়া এলাকার কিছু কিছু স্থানে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পৌরসভা এলাকা পরির্দশন করে বন্যা মুক্ত ও নদী ভাঙন থেকে রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন। আশা করি পরিকল্পনা বাস্তবায়ন হলে পৌর শহরবাসীর দুর্ভোগ লাঘব হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড