• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিবির পাল্টা গুলিতে ১৪ মামলার আসামি নিহত

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৬ জুলাই ২০১৯, ০৩:৪৬
জেলা ম্যাপ
ছবি : জেলা ম্যাপ

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলিতে ১৪ মামলার আসামি বিপ্লব (৩১) মারা গেছেন।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মাইক্রোবাস স্ট্যান্ডের কাছে এ গোলাগুলি হয়।

বিপ্লব জেলার ফতুল্লার চাঁদমারি এলাকার মো. সুলতান মিয়ার ছেলে। তার নামে মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে।

ডিবির এসআই মো. কামরুল বলেন, ফতুল্লাতেই বিপ্লবের নামে ১৪টি ফতুল্লার মামলা আছে। তিনি শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকাভুক্ত। তাকে গ্রেফতার করতে অভিযানে যাওয়া হয়। এ সময় ডিবি পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি করে। ডিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপ্লবের লাশ ও একটি ওয়ান শ্যুটারগান বন্দুক উদ্ধার করা হয়েছে।

কামরুল জানান, সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এসআই ওসমান, এএসআই সোহেল ও দুই কনস্টেবল আহত হয়েছেন।

ওডি/এমআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড