• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৫ জুলাই ২০১৯, ১৭:৫৯
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা (ছবি : দৈনিক অধিকার)

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ থেকে ঢাকায় বাস চলাচল করতে না দিলে আগামী ১৮ জুলাই থেকে সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিরাজগঞ্জ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি জিন্না আলমাজি, সাধারণ সম্পাদক মেজবাহুল সরকার লিটন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, জেলা ট্রাক ও ট্যাংক লরী মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ডাবলু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক আলহাজ আনছার আলী, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে সভাপতি জিন্না আলমাজি ঘোষণা দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জের বাস গুলো ঢাকায় যাতায়াত করতে না দিলে ১৮ জুলাই থেকে সিরাজগঞ্জে বাস, ট্রাক, সিএনজি, কাভার্ড ভ্যানসহ সকল পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

এ সময় সিরাজগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, ঢাকার মহাখালী ও গাবতলীর বাস মালিক সমিতির নেতারা সিরাজগঞ্জে একটি কাউন্টার দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হয়। আলোচনায় সমাধান না হওয়ায় সিরাজগঞ্জের বাসগুলো ঢাকায় প্রবেশে বাঁধা দেয় ঢাকার মালিক সমিতি নেতারা। গত ৪ দিন ধরে সিরাজগঞ্জ থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড