• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুয়েটে ব্যাংক ডাকাতির চেষ্টায় মামালা দায়ের

  রাজশাহী প্রতিনিধি

১২ জুলাই ২০১৯, ২১:২৭
রাজশাহী
আহত নৈশ প্রহরী লিটনের (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রূপালী ব্যাংক শাখায় ডাকাতি চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে রূপালী ব্যাংকের রুয়েট শাখার ব্যবস্থাপক সোয়াইবুর রহমান খান বাদী হয়ে মতিহার থানায় মামলাটি করেন। তবে এই মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।

এদিকে ঘটনার সময় নৈশ প্রহরী লিটনের ঘাড়ে কোপ দিয়ে তাকে গুরুতর আহত করা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি। লিটন রামেক হাসপতাল ভর্তি রয়েছে। তার অবস্থা এখনও আশংকাজনক।

মতিহার থানার সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে ডাকাতি চেষ্টায় মামলাটি করা করেছে ব্যাংকটির কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মতো সুরক্ষিত এলাকায় এ ধরনের ডাকাতির ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ব্যাংক ডাকাতি চেষ্টায় মামলা করা হলেও এখন নৈশ প্রহরী লিটনের আহত হওয়ার ঘটনায় কোনো কোন মামলা করা হয়নি।

উল্লেখ্য, শুক্রবার ভোরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রূপালী ব্যাংক শাখায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নৈশ প্রহরী লিটনের ঘারে কোপ দিকে তাকে গুরুতর আহত করা হয়। পরে ভোর ৭টায় গুরুতর আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড