• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ২

  অধিকার ডেস্ক

১১ জুলাই ২০১৯, ১৫:২৪
চাঁপাইনবাবগঞ্জ
নিহতদের একজনের লাশ (ছবি : দৈনিক অধিকার)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ দুইজনের মরদেহ পাওয়া গেছে। বুধবার (১০ জুলাই) রাতে সীমান্ত পার হয়ে গরু আনতে গেলে বিএসএফের গুলিতে ওই দুইজন নিহত হন বলে সীমান্তবর্তী সূত্র জানিয়েছে।

নিহতেরা হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির মনোহরপুর গ্রামের হঠাৎপাড়ার মো. সাইফুদ্দীনের ছেলে মো. সাদ্দাম হোসেন পটল ও দোভাগী গ্রামের আসাদুলের ছেলে মো. রয়েল।

সীমান্তবর্তী সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্ত দিয়ে বুধবার রাতে একদল রাখাল সীমানার ১৬/৫ পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে। তখন ভারতের নুরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাখালদের লক্ষ্য করে গুলি করে। এতে পটল ও রয়েল ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ হন আরও কয়েকজন। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আ. রাজিব রাজু এ বিষয়ে বলেন, দুইজন নিহতের খবর পেয়েছি। তবে এখন কিছু জানাতে পারছিনা।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড