• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্যায় প্লাবিত বাঘাইছড়ি

  রাঙ্গামাটি প্রতিনিধি

১০ জুলাই ২০১৯, ১৯:২৮
বন্যায় প্লাবিত
বন্যায় প্লাবিত হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ির বিস্তীর্ণ এলাকা (ছবি- দৈনিক অধিকার)

ভারী বর্ষণে আকস্মিক বন্যায় কবলিত হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ির বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে সদরসহ উপজেলার নিম্নাঞ্চলের অনেক বাড়িঘর, ফসলি জমি ও রাস্তাঘাট। প্লাবিত হয়েছে উপজেলা পরিষদ ভবনসহ আশেপাশের নিম্নাঞ্চল। চরম ভোগান্তির মধ্যে দুর্গত লোকজন। দুর্গতদের আশ্রয়ে খোলা হয়েছে ২৩ আশ্রয় কেন্দ্র। এসব তথ্য জানিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ির মুসলিম ব্লক, করেঙ্গাতলী, বঙ্গলতলী, বারেবিন্দু ঘাট, বাঘাইছড়ি সদর, দুরছড়িসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, ফসলি জমিসহ অসংখ্য বাড়িঘর তলিয়ে গেছে বন্যার পানিতে।

স্থানীয়রা জানান, কাচালং নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় ২০০৭ সাল থেকে প্রত্যেক বছর ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। গত বছরওও বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছেন দুই জন। সূত্র মতে, কাপ্তাই হ্রদে মিলিয়ে যাওয়া কাচালং নদীর তলদেশ ভরাট হওয়ায় প্রতি বছর বর্ষণে বন্যা কবলিত হচ্ছে বাঘাইছড়ি। কাপ্তাই হ্রদ সৃষ্টির গত ৫৯ বছরে একবারও ড্রেজিং না হওয়ায় পাহাড়ি ঢলে এরই মধ্যে জেগেছে কাচালং নদীর তলদেশ। নাব্যতা হারিয়ে এখন বর্ষণেই আকস্মিক বন্যায় কবলিত হয় বাঘাইছড়ির নিম্না ল। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। ক্ষতি হচ্ছে ব্যাপক। এবারও বন্যায় কবলিত হল বাঘাইছড়ির বিস্তীর্ণ নিম্নাঞ্চল।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণে উজান থেকে কাচাল নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। এতে প্লাবিত হয়েছে উপজেলা সদরসহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ নিচু এলাকা। পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। প্লাতি হয়েছে উপজেলা পরিষদ ভবনও। সদরসহ উপজেলায় ২৩ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতরা এসব আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিচ্ছেন। তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী জানান, বন্যা নামতেই বাঘাইছড়ি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়েছে। দুর্গত লোকজন এখন চরম ভোগান্তির মধ্যে রয়েছে। পৌরসভাসহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড