• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুবলীগ নেতাসহ ২৪ জুয়াড়ি গ্রেফতার

  বগুড়া প্রতিনিধি

০৮ জুলাই ২০১৯, ১৬:২৫
গ্রেফতার
গ্রেফতার যুবলীগ নেতাসহ ২৪ জুয়াড়ি (ছবি : দৈনিক অধিকার)

বগুড়ার ধুনটে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পৌর যুবলীগের সভাপতি সোহরাব আলীসহ (৩৮) ২৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় ধুনট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি ঘরে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (৮ জুলাই) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত অন্য জুয়াড়িরা হলেন- উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন শেখ (৩৬), যুবলীগ নেতা ইউনুস আলী (৩৫), ধুনট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক হাসান খুসরু খান নুপুর (৩৫), সরকারপাড়া গ্রামের সংকর সাহা (৬০), পশ্চিম ভরনশাহী গ্রামের আবুল কালাম (৩৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মন্ডল (৩০), পশ্চিমভরনশাহী গ্রামের মশিউর রহমান মশি (৩৬), জাহাঙ্গীর আলম (৩২), বাদশা মিয়া (৫০), আজাদ মন্ডল (৩২), বেলকুচি গ্রামের আবু ওয়ারেস (৩৮), মন্টু সরকার (৪০), চরপাড়া গ্রামের নাদু সেখ (৩৫), সদরপাড়া গ্রামের দুদু প্রামানিক (৪০), আব্দুর রাজ্জাক (৩৫), চালাপাড়া গ্রামের আমির হোসেন (৫০), পিয়ার আলী (৪৮), আব্দুর রাজ্জাক (৪২), অফিসার পাড়া এলাকার রোমজান আলী (৪০), জিঞ্জিরতলা গ্রামের মিজান সেখ (৩৬), সাগাটিয়া গ্রামের হারান আলী (৪৫), চৌবাড়িয়া গ্রামের সাদেক আলী (৩৪) ও পূর্বভরণশাহী গ্রামের ইসমাইল হোসেন (৪৫)।

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ধুনট সরকারি এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন একটি ঘরে দীর্ঘদিন যাবত জুয়ার আসর চালিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড