• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, কেন্দ্রে ভাঙচুর

  খালিয়াজুরি প্রতিনিধি, নেত্রকোণা

০৮ জুলাই ২০১৯, ১৬:১০
ভাঙচুর
সংঘর্ষের ঘটনায় ভাঙচুরকৃত ল্যাপটপ ও ক্যামেরা (ছবি : দৈনিক অধিকার)

নেত্রকোণার খালিয়াজুরি উপজেলায় ভোটার তালিকার ছবি তোলার জন্য লাইনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রমে কর্মরত ডাটা-অপারেটরদের অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা।

রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে খালিয়াজুরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খালিয়াজুরি থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহমুদুল হক জানান, রবিবার খালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের লোকজন আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয়ে ভোটার তালিকার ছবি তোলার জন্য আসেন। অপরদিকে কল্যাণপুর গ্রামের পিজন মিয়াসহ কয়েকজন ছাত্রী একই কাজে সেখানে এলে লাইনে দাঁড়ানো নিয়ে কর্তব্যরত পুলিশ সদস্য মো. দিলোয়ার হোসেনের সঙ্গে তর্ক বাঁধে। বাগবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে কল্যাণপুর গ্রামের মো. গোলাপ মাস্টারের ছেলে পিজনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লোক পুলিশ ও ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রমে কর্মরতদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য মো. দিলোয়ার হোসেন আহত হয় এবং নির্বাচন অফিসের ক্যামেরা ও ল্যাপটপ ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খালিয়াজুরি উপজেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান বলেন, পুলিশসহ আমার লোকজনের ওপর হামলা করে প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে হামলাকারীদের বিরুদ্ধে খালিয়াজুরি থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড