• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউএনও কে উত্ত্যক্ত করায় বখাটের ১ মাসের কারাদণ্ড

  দুর্গাপুর প্রতিনিধি

০৮ জুলাই ২০১৯, ০৩:১৫
শিমুল শেখ
বখাটে শিমুল শেখ। (ছবি : সংগৃহীত)

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানমকে উত্ত্যক্ত করার অপরাধে শিমুল শেখ (২৫) নামের এক বখাটে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ জুলাই) রাতে এই ঘটনাটি ঘটে। বখাটে শিমুল গৌরিপুর থানার বারআনি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।

জানা যায়, গতকাল বিকালে ব্যক্তিগত কাজ শেষে নিজ কর্মস্থলে যোগ দিতে ঢাকা বিআরটিসি বাসট্যান্ড থেকে দুর্গাপুরে রওনা হয় ইউএনও। পথিমধ্যে শ্যামগঞ্জ মোড় থেকে ঐ বখাটে যুবক যাত্রীবাহী বাসে ওঠে। বাসে ওঠার পরেই ঐ যুবককে হেলপার বলছিলেন বাসে একজন ম্যাজিস্ট্রেট আছে। এ কথা শুনে বখাটের দেখার কৌতুহল হলো কে এই ম্যাজিস্ট্রেট! তাকে দেখার পরই ইউএনও কে প্রশ্ন করেন, আপনি কিসের ম্যাজিস্ট্রেট, কোথাকার আপনি? এমন প্রশ্নে বিব্রত খোদ নির্বাহী অফিসার।

এমতাবস্থায় তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে পুলিশকে জানালে দুর্গাপুর বাসট্যান্ডে বাস থামা মাত্রই পুলিশ বখাটে শিমুলকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে ওসির কার্যালয়েই ওই ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে যুবককে উত্ত্যক্তের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ওডি/এসএইচএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড