• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

  আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম

০৭ জুলাই ২০১৯, ১২:৩৫
বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধে নিহত নুরের লাশ ( ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের আনোয়ারায় বন্দুকযুদ্ধে পোশাক শ্রমিক গণধর্ষণ মামলার আসামি মো. নুর (২৮) নিহত হয়েছে। রবিবার (৭ জুলাই) ভোরে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে আনোয়ারা থানা পুলিশ।

নিহত নুর উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুস ছাত্তারের ছেলে। সে আলোচিত আনোয়ারা কোরিয়ান ইপিজেডের গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার মূল আসামি। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় খুন, ধর্ষণ, চুরি-ছিনতাইসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র জানায়, শনিবার দিবাগত গভীর রাতে চায়না ইকোনমিক জোন সংলগ্ন হাজিগাও পাহাড়ে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এ ঘটনা তারা রবিবার সকালে আনোয়ারা থানার পুলিশকে জানান। পরে পুলিশ ওই এলাকায় গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নুরের লাশ উদ্ধার। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি ছুরি, দুটি পরিত্যক্ত কার্তুজ,ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহামুদ রবিবার ভোররাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে আনোয়ারায় ইপিজেড কারখানায় কাজ শেষে চন্দনাইশের নিজ বাড়ি ফেরার পথে কালাবিবি দীঘি চায়না ইকোনোমিক জোন এলাকার গণধর্ষণের শিকার হন এক পোশাক শ্রমিক। এ ঘটনায় সিএনজি চালকসহ চারজন জড়িত থাকার বিষয়ে তথ্য পায় পুলিশ। এ মামলার আসামি ছিলেন মো. নুর।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড