• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

  সিলেট প্রতিনিধি

০৩ জুলাই ২০১৯, ১০:২৮
আগুন
সংঘর্ষের সময় আগুন জ্বালিয়ে দেয় (ছবি : দৈনিক অধিকার)

সিলেটের শাহপরাণে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা অ্যাডভোকেট আফছর আহমদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। মঙ্গলবার (২ জুলাই) এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ৩০ জুন সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দেওয়া নিয়ে অ্যাডভোকেট আফছরের অনুসারী এক কর্মীর ওপর হামলা চালায় জাহাঙ্গীর আলমের অনুসারীরা। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে শাহপরাণ বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে অ্যাডভোকেট আফছর বলয়ের নেতাকর্মীরা। মিছিল শেষে সেখানেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা জুড়ে আতংকের সৃষ্টি হয়। সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছালেও একসময় শাহপরাণ (রঃ) থানা পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ অফিসে হামলা-ভাংচুর করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও কয়েকটি দোকানপাট ভাংচুর হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে অনেকটা অগ্রসর হয়েছে।

শাহপরাণ (রঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড