• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিতে ফেরা হলো না প্রবাসী যুবকের

  যশোর প্রতিনিধি

২৮ জুন ২০১৯, ১৩:০৯
লাশ
সৌদি প্রবাসী মহাসিন হোসেন ( ছবি : দৈনিক অধিকার)

দুই মাস আগে ছুটিতে দেশে আসেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর শিমুলবাড়িয়া গ্রামের প্রবাসী মহাসিন হোসেন (৩৫)। শনিবার (২৯ জুন) বিকালে তার সৌদি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই শুক্রবার (২৮ জুন) সকালে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। মহাসিন নরেন্দ্রপুর শিমুলবাড়িয়া ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

মহাসিনের বড় ভাই মোতাহার হোসেন জানান, দীর্ঘদিন ধরে সৌদি থাকার পর দুই মাস আগে দেশে আসে মহাসিন। শনিবার বিকালে সৌদি যাওয়ার জন্য তার বিমানের ফ্লাইট রয়েছে। আজ সকালে তিনি গোয়ালঘরে সিলিং ফ্যান ঠিক করা সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত যশোর কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস বিদ্যুৎস্পৃষ্টে মহাসিন হোসেনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সৌদি যাওয়ার আগের দিন তার মৃত্যুতে হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওডি/ এসএএফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড