• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রেন দুর্ঘটনায় নিহত মনোয়ারার পরিবারকে সান্ত্বনা দিলেন দুই মন্ত্রী

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

২৬ জুন ২০১৯, ২১:৪১
ট্রেন দুর্ঘটনা
দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন রেলমন্ত্রী (ছবি : দৈনিক অধিকার )

জেলার কুলাউড়ার বরমচালে উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন। পরে তারা দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের হাতে নগত সহায়তা তুলে দেন।

পরিদর্শন শেষে দুই মন্ত্রী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, কাদিপুর ইউনিয়নের গুপ্ত গ্রামের বাসিন্দা কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল মালিকের ছোটভাই আব্দুল বারীর স্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহত মনোয়ারা পারভিনের বাড়িতে যান। এ সময় নিহত মনোয়ারা পারভীনের দুই মেয়ের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ সময় দুই মন্ত্রী শোকাহত পরিবারকে সমবেদনা জানান এবং নিহত মনোয়ারা পারভিনের মেয়ে সিলেট লিডিং ইউনিভার্সিটির ছাত্রী রোকসানা পারভিন এ্যানিসহ পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকা তুলে দেন। এছাড়া ট্রেনে দুঘর্টনায় আহত কুলাউড়া হাসপাতালে একমাত্র রোগী লক্ষ্মীপুর জেলার হাসানুজ্জামান ভুইয়ার মেয়ে ফাতেমা আক্তার আনুকে (৪০) দেখতে যান ও তাকে ১০ হাজার টাকা দেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য এমএম শাহীন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাদিউর রহিম জাদিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অজয় দাস প্রমুখ।

ওডি/ এসএএফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড