• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষক লাঞ্ছিত

  বাগেরহাট প্রতিনিধি

২৩ জুন ২০১৯, ০৯:৪০
শিক্ষক
আহত শিক্ষক (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের শরণখোলায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওমর ফারুক (৩৫) নামে এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে বখাটেরা।

শনিবার (২২ জুন) বেলা ১১টায় উপজেলার রায়েন্দা বাজার সোনালী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষক ওমর ফারুক শরণখোলার আর কে ডি এস বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আহত শিক্ষক জানান, তার বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উপজেলার রাজৈর এলাকার বাসিন্দা মিলন হাওলাদার (২২), গোলাম রাব্বি (২০) সুমন ফরাজী (১৯) ও আবু মুসাসহ (২৩) এক দল বখাটে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ওই বিষয়টির তিনি প্রতিবাদ করেন। তার জের ধরে শনিবার সকালে বিদ্যালয়ে যাবার পথে বখাটেরা তার গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে বিদ্যালয়ের অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মফিজুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড