• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাক্তারকে মারধরের প্রতিবাদে বরগুনায় এক ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ

  বরগুনা প্রতিনিধি

২২ জুন ২০১৯, ১৩:৫১
মানববন্ধন
মানববন্ধন করেছেন চিকিৎসক ও হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীরা ( ছবি :দৈনিক অধিকার)

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমানকে মারধর করার প্রতিবাদে শনিবার সকাল ১১টায় হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন চিকিৎসক ও হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীরা। সেই সঙ্গে তারা এক ঘণ্টা বন্ধ রেখেছেন বর্হিবিভাগসহ সকল চিকিৎসাসেবা।

এতে ভোগান্তিতে পড়ছেন হাজারো রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসককে মারধরের ঘটনায় শুক্রবার (২১ জুন) রাতে সাগর নামে এক জনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে খিঁচুনি ও বমিসহ আব্দুলহ নামের জেলা স্কুলের নবম শ্রেণীর এক স্কুলছাত্রকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান স্বজনরা। রাতে কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমান রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু স্বজনরা বিলম্ব করায় বরগুনা হাসপাতালেই ওই ছাত্রের মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে ডা. মসিউর রহমানকে মারধর করেন তারা।

ওডি/ এসএএফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড